Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরায় বিভিন্ন সড়কে খানাখন্দ

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মাগুরা জেলার সড়ক ও জনপথ বিভাগের মহম্মাদপুর উপজেলার বিভিন্ন সড়ক খানাখন্দে পরিণত হয়ে যানবাহন ও জনগনের চলাচলে চরম ভোগান্তির দেখা দিয়েছে। দীর্ঘ ৩ বছর ধরে মহম্মাদপুর ঝামা ও বিনোদপুর-মহ¤মাদপুর সড়কের বেহাল অবস্থা সংশ্লিষ্ট বিভাগের চোখেই পড়ে নাই। অথচ এ সংসদীয় আসেনে সরকারি দলের সংসদ সদস্য তিন মেয়াদ দ্বায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন প্রতিমন্ত্রীর ও ছিলেন। কিন্তু কেন এ সড়কের উণœয়নে কাজ করেননি তা জানা যায়নি। এ সড়কে যাতায়াত করতে সাধারণ জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মাদপুর উপজেলা থেকে মাগুরা জেলা সদরে যাওয়ার রাস্তা বিনোদপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কটির বেশিরভাগ খানাখন্দে পরিণত হওয়ায় যানবাহন চলাচল বন্ধের পথে। গত সপ্তায় সড়কাটরি উন্নয়নে কাজ শুরু করা হয়েছে। উপজেলার অন্যতম প্রধান ব্যস্ততম এ সড়কে ভ্যান, রিকশা, ইজিবাইক, মাহিন্দ্র, ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ চলাচলের অযোগ্য হয়ে ছিল। অপরদিকে মহম্মাদপুর –ঝামা সড়কটির একই অবস্থা। পুরান এ সড়কটিতে গত তিন বছর কোন সংস্কার নেই ফলে সড়কের হাল দেখলে মনে হবে এ সড়কটি বেওয়ারিশ। এ ব্যাপারে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের থেকে জানান হয় মহম্মদপুর থেকে বিনোদপুরের সড়কটি সংস্কার করার কাজ শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ