Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ২

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ শহিদুল ইসলাম এলাকায় অভিযান চালিয়ে গতকাল আসামি রুহুল আমিন শেখ ও সজিব সিকদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। এরআগে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে ১২জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। বাদী অভিযোগে বলেন- একই গ্রামের আঃ মালেক শেখের ছেলে রিয়াজুল শেখ, আবু সালে শেখ, রুহুল আমিন শেখ, রুহুল আমিন শেখের ছেলে মহিবুল্লাহ শেখ, কালু সিকদারের ছেলে আদিল উদ্দিন সিকদার, আদিল উদ্দিনের ছেলে সজিব সিকদার, মেছের শেখের ছেলে ময়ুর আলী শেখ, আইয়ুব আলী শেখের ছেলে মুকুল শেখ ও ময়ুর আলী শেখের ছেলে ইকবাল শেখ, রসুল শেখ, ইমরুল শেখ, রবিউল শেখ জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়,্ এতে আহাদ আলী শেখ, সাকিব শেখ, রিনা বেগম, ইয়াদ আলী শেখ ও আলী শেখ গুরুতর আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ