Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিশুরাই দেশ ও জাতিকে এগিয়ে নেবে

তুরস্কে প্রথমবার শিশু দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

রাষ্ট্রীয় শিশু দিবসে বিভিন্ন স্কুলের শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। ১৯২০ সালের ২৩ এপ্রিল তুরস্কে প্রথমবার শিশু দিবস পালিত হয়েছিল, সে ধারাবাহিকতায় প্রতিবছরই দেশটিতে এ দিন শিশু দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট কমপ্লেক্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিশুদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। এ সময় শিশুদের উৎসাহ দিতে ক্লাস সিক্সের ছাত্র আওযান সুজে ইয়াতাকে নিজের চেয়ারে বসান তিনি। সুজে ইয়াতাকে প্রেসিডেন্টের আসনে বসিয়ে পাশের চেয়ার থেকেই শিশু দিবসের বক্তৃতা দেন এরদোগান। এ সময় শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ। আমার দৃঢ়বিশ্বাস তোমরা নিজেদের মেধা ও মননে উদ্দীপ্ত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নেবে। আজকের এই দিবসে আমি বিশ্বের সব শিশুর জন্য শুভকামনা কামনা করছি। প্রেসিডেন্ট কমপ্লেক্সে শিশুদের সঙ্গে এরদোগানের সময় কাটানোর ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়ে। শিশুদের মনোবল না হারানোর পরামর্শ দিয়ে এরদোগান বলেন, তোমাদের হাত ধরেই বিশ্ব এগিয়ে যাবে। তাই কখনও মনোবল হারাবে না। তোমাদের মেধাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। তুর্কি শিশুদের নিজেদের জাতীয়বাবোধ স্মরণ করিয়ে জনপ্রিয় এ প্রেসিডেন্ট বলেন, নিজেদের স্বপ্নপূরণে সব বাধাকে তোমাদের জয় করতে হবে। টিআরটি, আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ