Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুতবার আগে জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান করুন -ইমামদের প্রতি প্রধানমন্ত্রী

ঢাকা-রাজশাহী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন : শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও হামলার চেষ্টা চলছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মসজিদে জুমার নামাজের খুতবার সময় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা রাখার জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে কথা বলতে হবে। মানুষ কোনও অপরাধ করলে, তার বিচার করবেন আল্লাহ নিজে। তাহলে ধর্ম রক্ষার নাম করে তারা কীভাবে মানুষ খুন করে। আমি আশা করি, ইমামরা মসজিদে জুমার খুতবার আগে এ ব্যাপারে আলোচনা করবেন।
তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষক, ছাত্র, যুব-তরুণ ও মসজিদের ইমামসহ সবাইকে সতর্ক থাকতে হবে। জঙ্গিরা যে ইসলাম ও মানুষের শত্রæ, সে বিষয়ে অন্যকে সচেতন করতে হবে। ইসলাম যে শান্তির ধর্ম সে বিষয়ে কথা বলবেন। এখানে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই।
গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার মতো বাংলাদেশেও এ ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বনের কারণে তারা সুযোগ পাচ্ছে না।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের কারণে আমরা আট বছরের শিশু জায়ান চৌধুরীকে হারিয়েছি। আমার পরিবারের সবাইকে ১৫ আগস্টে হারিয়েছি। আমি চাই না, আর কোনও সন্তানের এভাবে মৃত্যু হোক। যারা এগুলো করে তারা ঘৃণা ছাড়া কিছুই পায় না। যারা ইসলাম ধর্মের নাম করে এগুলো করছে, তারা ইসলাম ধর্মেরই ক্ষতি করছে। সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই, দেশ নেই। এরা মানবজাতির শত্রæ।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঘটে। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইদের মতো সন্ত্রাসীদের জন্ম হয়। হরতালের নামে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। গাড়ি, বাস, ট্রাক ও লঞ্চ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বাবা দেখেছে চোখের সামনে ছেলে পুড়ে যাচ্ছে, মা দেখেছে সন্তান পুড়ে যাচ্ছে, ভাই দেখেছে বোন পুড়ে যাচ্ছে। আমরা এগুলো চাই না।
শেখ হাসিনা বলেন, দেশবাসীকে আহ্বান জানাবো এ ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এ ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাÐে লিপ্ত সেটা শুধু গোয়েন্দা সংস্থা নয়, আমাদের দেশবাসীকে খুঁজে বের করতে হবে। সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
তিনি বলেন, দেশে শান্তি চাই। শান্তিই দিতে পারে উন্নতি, শান্তিপূর্ণ পরিবেশ হলেই দেশ এগিয়ে যাবে।
সন্ত্রাস-জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী একটা সমস্যা। শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো- সবচেয়ে দুর্ভাগ্য অনেকগুলো শিশু সেখানে মারা গেল। সেখানে আমাদের জায়ানকে হারাতে হয়েছে- এ জঙ্গি সন্ত্রাসের কারণে। আমরা জঙ্গিবাদ চাই না, আমরা শান্তি চাই।
আরামদায়ক ও সহজলভ্য হওয়ায় রেল সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অল্প খরচে রেল ভ্রণ করা যায়, এটি আরামদায়কও। তাই এটাকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছি। আগে রেলে তেমন বরাদ্দ দেওয়া হতো না। আলাদা মন্ত্রণালয় করে দেওয়ার পর রেলে বরাদ্দ অনেক বেড়েছে। রেল সম্প্রসারণে আলাদা প্রকল্প হাতে নিয়েছি। যাতে বিভিন্ন বন্দরসহ সারাদেশে রেল সংযোগ দেওয়া যায়।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ব্যাপকভাবে রেল গড়ে তুলতে যাচ্ছি এবং এটার ওপর গুরুত্ব দিচ্ছি। শুধু রেল নয়, নদীপথের উন্নয়নে পদ্মা নদী ড্রেজিংয়ের ব্যবস্থা করেছি। সার্বিক উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা চাই দেশ এগিয়ে যাক।
সরকারপ্রধান বলেন, রাজশাহী অঞ্চলকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। যাতে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হয়, তারা কর্মসংস্থান পায়, সেজন্য কাজ করছি। আমরা চাই মানুষের আর্থসামাজিক উন্নতি হোক, মানুষ উন্নত জীবন পাক। তিনি বলেন, বনলতা এক্সপ্রেস চালু হলে পাঁচ ঘণ্টার মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা যাতায়াত করা সম্ভব হবে। সামনে ঈদ ও জ্যৈষ্ঠ মাসের পাকা আমের কথা মাথায় রেখে বনলতা এক্সপ্রেস চালু করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময়ও যমুনার ওপর সেতু করার দাবি ছিল। ওয়ার্ল্ড ব্যাংক যমুনা সেতুতে রেললাইন নির্মাণে আপত্তি জানায়, বলে লাভজনক হবে না। আমি তাদের কথা না রেখে, রেল সংযোগ করি। উত্তরবঙ্গের মানুষ এর ফল পেয়েছে। রাজধানীসহ সবার জন্য যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। যেই ওয়ার্ল্ড ব্যাংক এক সময় যমুনার ওপর রেল সেতু নির্মাণে আপত্তি করেছিল, সেই ওয়ার্ল্ড ব্যাংকই এখন এই নদীর ওপর আলাদা আরেকটি রেল সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে।
ব্রæনাই সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত ব্রæনাই দারুসসালামে তিন দিনের সরকারি সফর নিয়ে আজ বিকাল ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ব্রæনাই সফরের বিভিন্ন দিক তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



 

Show all comments
  • DR. Jahangir Miah ২৬ এপ্রিল, ২০১৯, ১:০১ এএম says : 0
    Bismillahir Raḥmānir Raḥīm As Salaam Alaykum Sisters and Brothers, I greet you with the greetings of the people of Jannah, may Allah make us amongst those who will enjoy Allah’s mercy and bounty now and in the hereafter Insha’Allah. I want to share a small reminder, a reminder for myself first and then for my fellow Muslims Ummah. Bismillah… This week the tragic incidents in Sri Lanka have shocked the world. It is unthinkable that anyone could be as full of hate as to commit such heinous acts and kill so many innocent people. Is this the Islam you believe in? Is this our Most Merciful, Most Compassionate Allah whom we worship daily? Could Allah S.T. incite us to kill other peoples? Islam would never support the killing of innocent people. Allah of the Holy Qur’an never advocated killings. This is all the work of a few misguided individuals at the fringes of society. The real Islam is sanctified from violence. We Muslims denounce all violence. Islam means peace. Islam means tolerance. Muslims around the world strongly reject violence in the name of Islam. Specifically about suicide bombing, shooting and killing people, bombing any faith worship places etc. Today, a strong anti-religious sentiment has emerged in Europe, and North America, Killing non-combat people, children, woman, Old women/man, destroy worship places that’s the fuel for the anti-Muslim fire has been the rise. That’s the reason behind perceive of Islam not as a religion but as a political cult. As we know in Europe 1930s and 1940s, of the rise of fascism, Nazism and communism. It is worth political noting that the term “Islamophobia” was coined to draw an analogy between today’s militant Islamic movements (Wrong Concept) and the European fascist movements of the early 20th century. The twin challenges of “Islamophobia “and the uneasy state of many Muslim immigrant communities have led many in France, England, Holland, Austria, and elsewhere in Europe , Australia, New Zeeland, to attribute the problem to Islam. In any breeding ground and cause for militancy has only exacerbated the problem and lent credence to the claims of the extremists that the West and Indian one political party is at war with Islam. Terrorism is a tactic, and Islam never support them and we Muslim are wise to recognize that we cannot wage war against it. Instead, we need to focus on the social and emotional reasons for extremist behaviour. Dear Brothers and Sisters let entire world must know Islam’s firm position against all these terrible crimes. The world must know that Islam is a religion of peace and mercy and goodness only, it is a religion of justice, love and guidance. Islam has forbidden violence in all forms. We Muslim strongly condemn such activities that are against all humanist and Islamic morals. We need a human-centred approach, one that starts from within. Please be a total loyalty to Islam and total disavowal of anything else. It is one of Islam's main foundations and is of paramount importance, second only to Tawhid, acknowledgement of the oneness of Allah S.T. and rejection, hate, and enmity against the other is commanded, based upon Qur'anic and Sunnah foundations. O, Muslim Ummah, my dear Sisters and Brothers please wake up for the sake Allah and His prophet, now the time do somethings our young people against extremist ideologies. With kind Regards Servant of Allah – Dr. Jahangir Miah
    Total Reply(0) Reply
  • Nurul Alam Khan ২৬ এপ্রিল, ২০১৯, ১:২৯ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর ওয়াস্তে এদেশের নিরীহ এবং শান্তিপ্রিয় জনগনকে কোনো ভয় দেখাবেননা,
    Total Reply(0) Reply
  • Md Abdus Samad ২৬ এপ্রিল, ২০১৯, ১:৩০ এএম says : 0
    মানে খমতায় থাকার জন্য নিজেরাই হামলা করে জামায়াত বি এন পির ঘারে দোষ দিয়া নিজের রাসতা সোজা করতে চাইছেন অত এব আমার মনে হয় হামলা হবে
    Total Reply(0) Reply
  • Hussain Monir ২৬ এপ্রিল, ২০১৯, ১:৩০ এএম says : 0
    আমরা ভয় করিনা কারন আমরা কারো অধিকার হরন করিনা কোন ধর্মের মসজিদ মন্দির গির্জা বা কোন উপাসনালয় পুড়িনাই,আমাদের দেশের কিছুই হবেনা,তবে আল্লাহ প্রদত্ত গজব যদি কারো পাপের কারনে বর্ষিত হয় সেটা অন্যকথা।আমরা শান্তিপ্রিয় বাংলাদেশী জাতি।
    Total Reply(0) Reply
  • Mhd Alamin ২৬ এপ্রিল, ২০১৯, ১:৩১ এএম says : 0
    হে বাঙ্গালী জাতি তোমরা তৈরি হও আরও একটা জঙ্গি হামলার নাটক দেখতে পারবেন । কারণ মুখ দিয়ে বাহির হয়েছে এখন এই নাটকের স্কীপ চলতেছে । আর কিছু দিন পর হয়ত পুলিশ দিয়ে এই নাটকের রিয়ারসেল চলবে ।
    Total Reply(0) Reply
  • Josim Uddin ২৬ এপ্রিল, ২০১৯, ১:৩১ এএম says : 0
    প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী মানুষের জীবন নিয়ে আর খেলবেন না।কথিত জঙ্গি হামলার কথা বলে সাধারন মানুষের জীবন নিবেন না।আপনি আমাদের জীবন নিয়ে খেলবেন না।
    Total Reply(0) Reply
  • Mahbubul Alam ২৬ এপ্রিল, ২০১৯, ১:৩২ এএম says : 0
    জঙ্গি নাটকের একটা সিরিয়াল মনে হয় এসেগেছে হে আল্লাহ আমাদের ভাই বোন আত্যিয় সজন আমাদের মূসলিম ভাইদের রক্ষা করূন হে আল্লাহ এই সৈরাচার সাসক থেকে আমাদেরকে বাচান
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২৬ এপ্রিল, ২০১৯, ৬:৩৬ এএম says : 0
    জংগিবাদ ইসলামে নাই। আর একটি কথা সবাই মনে রাখিবেন দুনিয়াবি কোন কথা মসজিদে বসে আলোচনা করা নিষেধ। আর এই জংগিবাদ সৃস্টি এই মিত্যাবাদীদের। ইনশাআল্লাহ। মিত্যাবাদী ভোটচুররা চুন্নি ধংস হইবে। এই ২০১৯ সালেই। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২৬ এপ্রিল, ২০১৯, ৪:১৯ পিএম says : 0
    জংগিবাদ ইসলামে নাই। আর একটি কথা সবাই মনে রাখিবেন দুনিয়াবি কোন কথা মসজিদে বসে আলোচনা করা নিষেধ। আর এই জংগিবাদ সৃস্টি এই মিত্যাবাদীদের। ইনশাআল্লাহ। মিত্যাবাদী ভোটচুররা চুন্নি ধংস হইবে। এই ২০১৯ সালেই। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ২৬ এপ্রিল, ২০১৯, ৭:১৮ পিএম says : 0
    মাননীয় প্রধান মন্থীর নিকট আত্মীয় নিষ্পাপ ফুলের কলি জায়ান চৌধুরী সহ শত শত নিরহ মানুষ হত্যাকারী জঙ্গি সন্ত্রাসী ভয়ংকর অস্ত্রধারী আই এস ইসলামের লেবাসদারী ইসরাইলের মদত পুষ্ট বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রের প্রধান দেশ ও জাতির প্রয়োজনে মসজিদের ঈমাম দের খুতবা সজাগ থাকতে ইসলামের মর্মবাণী বুঝাতে বলেছেন। তাই দেশের মাননীয় প্রধান মন্ত্রীকে সাধারণ মানুষ হিসাবে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বঙ্গবন্ধুর শহীদি পরিবারের কাতারে আরেকটি শিশু শহীদের রক্তাক্ত কবর রচিত হল সমগ্র দেশ জাতি শোকাহত। কিছু নাফরমানী বেদিন ছাড়া আমেরিকা ইসরাইলের ইহুদি কৃষ্টানদের গভীর নিল নকশা ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বের মানুষ শান্তিপূর্ণ অবস্থায় থাকাটা এখন কষ্টের। ভয়াবহ ভয়ংকর হামলার পর পর কালো পোষাক মাথায় পাপড়ি মুখে দাড়ি হাতে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত আই এসের দায় স্বীকার। বাস্তবটা হলো এরাই ইহুদি কাফের মুনাফিক তাদের কে ইসলামের পোশাকের ছবি ও কথা বলে ইসলামের খতি মুসলমানদের জঙ্গিদের বাদী বানানোর নিত্য নতুন কৌশল করে যাচ্ছেন। কিছু ঈমান হারা নাস্তিক তাদের সঙ্গী। আমরা বাংলাদেশের শান্তি প্রিয় মুসলিম সমাজ। মাননীয় প্রধান মন্ত্রীর দক্ষতা দেশ প্রেমিক রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনীর দক্ষতার প্রতি আমাদের বিশ্বাস আছে। আল্লাহ আপনাদের সহায়। বিনীত অনুরোধ সম্মানিত ব্যক্তি। রাষ্ট্রের প্রধান নিয়ে বাজে কথা লিখবেন না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ