Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্কোয়াশের প্রতিভা অন্বেষন শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ৮:১০ পিএম

দেশে স্কোয়াশ খেলার প্রসার ঘটাতে এবার তরুণ প্রজন্মের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন। যদিও তাদের নিজস্ব কোর্ট নেই। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও ক্যাডেট কলেজগুলোর স্কোয়াশ কোর্ট ব্যবহার করেই তৃণমূলের কার্যক্রম চালাচ্ছেন ফেডারেশন কর্তারা। অতীতে এভাবে খেলেই বর্তমানে তারকা হয়েছেন স্বপন পারভেজ, সুমন, রাজু রাম ও শহীদরা। এবার তৃণমূল থেকে স্কোয়াশ খেলোয়াড় তুলে আনতে ক্যাডেট কলেজের দিকে মনযোগ দিচ্ছে ফেডারেশন। শুক্রবার মির্জাপুর ক্যাডেট কলেজে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী স্কোয়াশ কোচিং কার্যক্রম। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী। এ সময় স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ উপস্থিত ছিলেন। জাতীয় খেলোয়াড় বিশু নাথের তত্বাবধানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর ২৪ জন ছাত্র এই কোচিংয়ে অংশ নিচ্ছেন। কার্যক্রম প্রসঙ্গে সোহেল হামিদ বলেন, ‘মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরীর সহযোগিতায় কলেজের কোর্টে আমরা কোচিং শুরু করেছি। এখান থেকে ১০-১২ জনকে বাছাই করা হবে। কোচিংয়ের ভিডিও প্রজেক্টরের মাধ্যমে কলেজের বাকি ৩০০ শিক্ষার্থীকে দেখানো হচ্ছে। যাতে ভবিষ্যতে তাদেরও স্কোয়াশ খেলার প্রতি আগ্রহ জন্মে। খুব শিগগিরই ফেডারেশন ক্যাডেট কলেজের বাছাইকৃতদের নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করবো আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কোয়াশ

৯ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১১ মার্চ, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ