Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে যুক্তরাজ্যের সামরিক ব্যান্ড দলের পরিবেশনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

যুক্তরাজ্যের সামরিক ব্যান্ড দলের লাইভ পারফরমেন্সের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল কালচারাল সেন্টার। গত ২৫ এপ্রিল রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জনগণকে যুক্তরাজ্যের সংস্কৃতির সাথে পরিচিত করিয়ে দেয়ার জন্য এ কনসার্ট অনুষ্ঠিত হয়। পারমেন্স করে নটিংহ্যামশায়ার ব্যান্ড অব রয়াল ইঞ্জিনিয়ার্স। দলটির ৩২ জন সদস্যের প্রত্যেকেই সামরিক দায়িত্বের পাশাপাশি সামরিক বাহিনীর বাইরেও নিয়োজিত। এ ব্যান্ডের মধ্যে আছেন শিক্ষক থেকে শুরু করে ক্ষুদত্র ব্যবসায়ী পর্যন্ত। ব্রাস ও উডউইন্ড পরিবেশনার জন্যে সুখ্যাত এ দলটি ২০০৭ সালে যুক্তরাজ্যে সামরিক বাদক দলের পুনঃসংগঠনের সময় প্রতিষ্ঠিত হয়। পরিবেশনার শুরুতেই ব্যান্ড মাস্টার করপোরাল ইসোবেল সামারফিল্ড শ্রোতাদের সাথে প্রতিটি বাদ্যযন্ত্রের সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দেয়ার পর বাজিয়েও শোনান। ৬ জন নারী সদস্য ও ১ জন পুরুষ সদস্যের সমন্বয়ে গঠিত এ দলে ছিলেন করপোরাল ইসোবেল সামারফিল্ড, ল্যান্স কর্পোরাল মারিয়া পুটম্যান, ল্যান্স কর্পোরাল এডওয়ার্ড সুইনডেল, ল্যান্স কর্পোরাল রেবেকা সুইনডেল, প্রাইভেট লুসিন্ডা রাইডার, প্রাইভেট রোজমেরি লর্ড ও প্রাইভেট এলিজাবেথ পিয়ার্স। ব্রাস ও ড্রামসের প্রাধান্যে জনপ্রিয় সব সুর পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মোহিত করে ব্যান্ড দলটি। ফ্রেঞ্চ হর্ন, সোপ্রানো স্যাক্সোফোন, ট্রমবোন, পারকাশন ও ব্যারিটোন স্যাক্সোফোন সহ বিভিন্ন প্রকারের ব্রাস ও উডউইন্ড বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এ পরিবেশনায়। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ শতাধিক শ্রোতার উপস্থিতিতে ব্যান্ড মাস্টার কিছু জনপ্রিয় সুরের পাশাপাশি ‘পোস্ট হর্ন’র মাধ্যমে বেশকিছু চমকপ্রদ রেন্ডিশন পরিবেশন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ