Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানে তৃতীয় আম্পায়ারের কোনো ভূমিকা নেই : বিলাওয়াল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, দেশটিতে প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থা বাস্তবায়নের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে পিপিপি। অগণতান্ত্রিক শক্তিগুলোর এক হাজার একটি ইচ্ছা থাকতেই পারে। তবে দেশটির সত্যিকার আম্পায়ার হলো জনগণ এবং পাকিস্তানে তৃতীয় আম্পায়ারের কোনও ভূমিকা নেই। রাজধানী ইসলামাবাদে পাকিস্তান বার কাউন্সিলের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন। পাকিস্তানে প্রদেশগুলোকে নিয়ে গঠিত ফেডারেশন ব্যবস্থা বাতিল করে এক ইউনিট পদ্ধতিকেও কার্যকর করতে পিপিপি দেবে না বলেও ঘোষণা করেন তিনি। পাকিস্তানের সংবিধানে ১৮তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থা চালুর প্রক্রিয়াকে কেন্দ্র করে এ সব কথা বলেন তিনি। বিলওয়াল ভুট্টো আরও বলেন, পাকিস্তানে যে কোনও মূল্যে গণতন্ত্রকে রক্ষা করা হবে। প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা চালু করা হলে তাতে পাকিস্তানের জনগণের ভোগান্তি বাড়বে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ