Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রচন্ড গরমেও ভোরে কুয়াশা!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মাঝ-বৈশাখে দেশজুড়ে প্রচন্ড গরম। পুড়ছে গ্রাম-জনপদ, মাঠ-ঘাট, খাল-বিল। এমন অসহনীয় খরতাপের মধ্যেও গতকাল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাসহ কয়েক জায়গায় ভোরবেলায় হালকা কুয়াশা পড়েছে। তাছাড়া ভোরে গরমের বদলে ছিল শীতের আমেজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বিভিন্ন স্থানে গাছ-গাছালি, লতা-পাতায় শিশিরবিন্দু জড়িয়ে ও ভিজে থাকতে দেখা যায়। অথচ দিনভর তীর্যক সূর্যের কড়া রোদের দহনে মানুষ ও প্রাণিকুলের প্রাণ ওষ্ঠাগত।
আবহাওয়া-জলবায়ুর এহেন বিপরীতমুখী আচরণের কারণে বিভিন্ন এলাকায় সর্দি-কাশি, ভাইরাস জ্বরসহ বিভিন্ন ধরনের রোগ-ব্যাধির প্রকোপ দেখা দিয়েছে। অসুস্থ হয়ে পড়ছে বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ