Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ফণী অসহনীয় গরম অব্যাহত

শফিউল আলম | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১:৩২ পিএম

ভারত মহাসাগর ও এর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী ক্রমেই ঘনীভূত হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ ও আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্ক সূত্রগুলো জানায়, ফণী আজ রোববার সন্ধ্যা নাগাদ আরও প্রবল এবং শক্তিশালী রূপ নিতে পারে।
সর্বশেষ গতি প্রকৃতি অনুযায়ী ফণীর গতিমুখ দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র উপকূল বরাবর রয়েছে।
তবে ফণী আঘাত হানার সময় গতিপথ পরিবর্তনও করতে পারে।
ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে প্রায় ১৭শ' কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
ফণীর বর্ধিত প্রভাবে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে অসহনীয় ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে।
এতে করে সর্বত্র জনজীবনের গতি থমকে গেছে। কড়া রোদের আগুন যেন গা ঝলসে দিচ্ছে। তীব্র গরমে ঘামে মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। স্বস্তির বৃষ্টির আশায় চাতক পাখির মতো সবার চোখ আকাশপানে।
ফণীর কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রামসহ সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সঙ্কেত দেখানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ