Inqilab Logo

ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭, ১৪ যিলক্বদ ১৪৪১ হিজরী

চাঁদপুর মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ২:২৭ পিএম

চাঁদপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শহর রক্ষাবাধের মোলহেড এলাকায় অজ্ঞাত যুবকের লাশ নৌকার সাথে বেঁধে রাখা হয়েছে। জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশ মেঘনা নদীতে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে ।

স্থানীয় লোকজন জানায়, রোববার বিকেলে মেঘনা নদীর লগ্গীমারা চর এলাকায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সোমবার সকালে নৌ-পুলিশ লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার শহর রক্ষাবাধের মোলহেড এলাকায় নিয়ে নৌকার সাথে বেঁধে রাখে। যুবকের লাশ পানিতে উপুর হয়ে পরে থাকায় মুখ মন্ডল দেখা যায়নি। এছাড়া শরীরে পেছনের অংশেও আঘাতের চিহৃ পরিলক্ষিত হয়নি।

নৌ-পুলিশ সূত্র জানায়, বিষয়টি চাঁদপুর মডেল থানাকে অবহিত করা হয়েছে। তারা সুরুতহাল রির্পোটসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অজ্ঞাত যুবকের লাশ
আরও পড়ুন