Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ০৩ কার্তিক ১৪২৬, ১৯ সফর ১৪৪১ হিজরী

ইংল্যান্ড বিশ্বকাপ দল থেকে হেলসের নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ৫:২৭ পিএম | আপডেট : ৬:১৮ পিএম, ২৯ এপ্রিল, ২০১৯

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথমিক দল থেকে অ্যালেক্স হেলসের নাম প্রত্যাহার করা হয়েছে। ‘দলকে ক্ষোভমুক্ত রাখতে’ এই পদক্ষেপ বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে গত সপ্তাহে নিষেধাজ্ঞা জোটে হেলসের। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায় নিষেজ্ঞার পাশাপাশি জরিমানাও গুনতে হয়েছিল ডানহাতি এই ওপেনারকে। ইসিবি চিফ অ্যাশলে গিলস বলেন, ‘আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে, ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে অ্যালেক্সের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি।’
ব্যক্তিগত কারণ দেখিয়ে গত সপ্তায় নটিংহামের হয়ে ওয়ানডে কাপে অংশ নেননি হেলস। ইসিবি জানিয়েছে, শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এবং পাকিস্তানের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজেও ইংল্যান্ড দলে থাকছেন না হেলস, ‘আমরা এ নিয়ে অনেক ভেবেছি এবং কঠিন এই সিদ্ধান্ত নিয়েছি।’
ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও ৬০টি টি-২০ ম্যাচে অংশ নিয়েছেন হেলস। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন