Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ৮:৫৭ পিএম

বগুড়ার সান্তাহার বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিবার সারাদিন ব্যাপী নানা কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালী, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়াম্যানদের সংবর্ধনা প্রদান ও মনোঙ্গ সঙ্গীত অনুষ্ঠান অনুষ্টিত হয়। শহরের রেলগেটের স্বাধীনতা মঞ্চে রবিবার রাতে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম আমবিয়া লুলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়াম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, আদমদীঘি থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এস,এম, জাহিদুর বারী, আওয়ামীলীগ নেতা জাহিদ আহসান পিয়াল, বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক আসাদুল হক বেলাল, শিল্পী গোষ্ঠীর সদস্য দুলাল হোসেন, বিদ্যুৎ প্রমুখ। আলোচনা শেষে সদ্য বিনা প্রতিদুন্বিতায় নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়াম্যান সালমা বেগম চাঁপা খন্দকার ও ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু কে ফুলের তোড়া ও ক্রেস দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিহঙ্গ শিল্পী গোষ্ঠী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ