Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট দলের সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ২:৩৯ পিএম | আপডেট : ২:৪৪ পিএম, ৩০ এপ্রিল, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

নতুন জার্সির হাতা কিংবা কলারে যোগ হতে পারে লালের ছোঁয়া।

বিশ্বকাপ খেলতে যাবার আগে দু’দুটি অন্যরকম ধাক্কা বাংলাদেশ দলে। এক, নতুন দুই সেট জার্সির একটির রঙ ও ডিজাইন নিয়ে প্রশ্ন আর দ্বিতীয়, জাতীয় দলের অফিসিয়াল ফটোসেশনে অন্যতম প্রাণ ও চালিকাশক্তি সাকিব আল হাসানের উপস্থিত না থাকা।

সাকিব ইস্যুতে মিডিয়ার সামনেই হতাশা, দুঃখ ও চাপা ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি প্রধান। আর বিকেলে নতুন জার্সির প্রশংসা করে মন্তব্য করলেও পরে মধ্যরাতে (রাত সাড়ে ১২টার পর) জার্সির রঙ ও ডিজাইন বদলের কথা বলেছেন বিসিবি বিগ বস।

কারণ, ঠিক তুলকালাম বলা যাবে না। সমালোচনার ঝড়ও বয়ে যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ। বিশ্বকাপের জন্য কাল বিকেলে শেরে বাংলায় জাতীয় দলের যে সবুজ জার্সি উন্মোচিত হয়েছে, তা কারো কারো পছন্দ হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ