Inqilab Logo

ঢাকা, রোববার, ২০ অক্টোবর ২০১৯, ০৪ কার্তিক ১৪২৬, ২০ সফর ১৪৪১ হিজরী

পদ্মা-মেঘনায় মাছ শিকারে বাধা নেই

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৪ এএম

জাটকা সংরক্ষণে অভয়াশ্রমের সময় সীমা শেষ। তাই আজ ১ মে থেকে চাঁদপুর পদ্মা-মেঘনায় শুরু হচ্ছে মাছ শিকার। মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় জেলার অর্ধ সহস্রাধিক জেলে পরিবারে দেখা দিয়েছিল হাহাকার।
দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতি বছরই ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দু’মাস অভয়াশ্রম কর্মসূচি ঘোষণা করে। অভয়াশ্রমের নির্দিষ্ট সময়সীমা গতকাল শেষ হয়। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার আনন্দে চাঁদপুরে জেলে পল্লীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
চাঁদপুর জেলে পাড়ায় দেখা গেছে, মাছ ধরার প্রস্তুতি নিয়ে জেলেরা মহাব্যস্ত। নৌকা মেরামত, জাল ঠিক করা, নৌকার দাঁড় তৈরি করা, রাত জেগে নদীতে থাকার প্রস্তুতি সম্পন্ন। তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ