Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৫৩ এএম

 সিলেটের ব্যস্ততম ও বাণিজ্যিক এলাকা মহাজনপট্টিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আলখাজা মার্কেট নামক পাঁচতলা এই ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
এ ঘটনায় প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রাফি। তিনি জানান, এ মার্কেটের গোডাউনে রং, কেমিক্যাল সামগ্রীসহ বিভিন্ন জিনিসের গোডাউন ছিল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে না লাগলে বড় দুর্ঘটনা ঘটে যেত। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় ৫ কোটি টাকা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরো জানান, আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায়নি। তদন্ত করে দেখা হবে কিভাবে আগুন লেগেছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে অগ্নিকাণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ