Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ার রাস্তায় ৩ চোখের সাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

অস্ট্রেলিয়ার রাস্তায় তিন চোখবিশিষ্ট অদ্ভুত একটি সাপের দেখা মিলেছে। সাধারণ সাপের মতো দুই চোখের পাশাপাশি সাপটির মাথার উপরেও অতিরিক্ত একটি চোখ রয়েছে। এটাকে প্রাকৃতিক পরিবর্তনের নজির হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ তিন চোখবিশিষ্ট একটি সাপের ছবি শেয়ার করেছেন। সাপটি উত্তর অস্ট্রেলিয়ার একটি রাস্তায় পাওয়া গেছে। উত্তর টেরিটরি পার্ক ও বন্যপ্রাণী সেবা কর্তৃপক্ষ পিকুলিয়ার নামের একটি অনলাইনে অদ্ভুত এই আবিষ্কার নিয়ে বিশদ বর্ণনা দিয়েছেন। যদিও মন্টি পাইথন নামে পরিচিত এ কারপেট পাইথনের বাচ্চা সাপটি মার্চ মাসে পাওয়ার কয়েক সপ্তাহ পরেই মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, সাপটির মাথার উপরভাগের এই চোখটি প্রাকৃতিক পরিবর্তনের একটি নজির। দেশটির ডারউইনের দক্ষিণ-পূর্ব দিকের হামটি ডো শহরের কাছেই সাপটিকে পাওয়া যায়। ৪০ সেন্টিমিটার (১৫ ইঞ্চি) লম্বা এ সাপটিকে তার পরিবর্তনের কারণে খাওয়ার জন্য অনেক সংগ্রাম করতে হতো। এক্স-রে স্ক্যানের বরাত দিয়ে ফেসবুকে বন্যপ্রাণী সেবাপ্রদানকারীরা বলেছেন, সাপের দুইটি মাথা একসঙ্গে গঠিত না। সাপটির মাথার খুলিতে অতিরিক্ত একটি চোখের গর্ত রয়েছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ