Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পত্তি বাজেয়াপ্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৯ এএম


জয়শে মুহাম্মদ প্রধান মাসুদ আজহারকে জাতিসঙ্ঘ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার পর তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন পাক প্রশাসন। এছাড়া আজহারের কোথাও যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জয়শে মুহাম্মদ প্রধান কোনোরকম অস্ত্র ও গোলাগুলি কিনতে বা বিক্রি করতেও পারবেন না। গত বুধবার মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে জাতিসঙ্ঘ। তার সংগঠন জয়শে মুহাম্মদের সঙ্গে আল-কায়দার যোগাযোগ রয়েছে দাবি করে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়। এর আগে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর বাসে ভয়াবহ হামলার দায় স্বীকার করে নিয়েছিল জয়শে মুহাম্মদ। জাতিসঙ্ঘের নির্দেশ সর্বোতভাবে মান্য করা হবে বলে জানিয়েছে পাকিস্তান। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ