Inqilab Logo

ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬ ফাল্গুন ১৪২৬, ২৪ জামাদিউস সানি ১৪৪১ হিজরী

ইসরাইলি হামলায় দুই হামাস যোদ্ধাসহ ৪ ফিলিস্তিনি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১১:০৮ এএম

গাজায় চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। উপত্যকাটির সীমান্তে বিক্ষোভকালে গুলি চালিয়ে দুই নিরস্ত্র প্রতিবাদীকে হত্যা করা হয়েছে। এছাড়া ইহুদি রাষ্ট্রটির বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য পাওয়া গেছে।


ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এছাড়া ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে দুই ইহুদি সেনাও আহত হয়েছেন।

প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজার মধ্যস্থলে তাদের অবস্থানে ইসরাইলি বোমা হামলায় তাদের দুই যোদ্ধা নিহত ও তিনজন আহত হয়েছেন।

পরবর্তীতে ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে সীমান্ত বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে দুজন নিহত হন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার সীমান্ত বরাবর বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছেন।

বিক্ষোভকারীরা উপত্যকাটিতে মিসর ও ইসরাইলের এক দশকের অবরোধ উঠিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছেন।

১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় ইহুদি স্নাইপারদের হত্যাযজ্ঞের মুখে কয়েক লাখ ফিলিস্তিনি নিজেদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবির বিক্ষোভে ইসরাইলি গুলিতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত বছরের ৩০ মার্চ এ বিক্ষোভ শুরু হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ