Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোহাম্মদ নাম জনপ্রিয় জার্মানিতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

জার্মানির বার্লিনে ২০১৮ সালে ছেলে নবজাতকের নামের প্রথম অংশ হিসেবে সবচেয়ে বেশি যেটি বেছে নেয়া হয়েছে তা হচ্ছে ‘মোহাম্মদ’। এছাড়াও দেশটির ১৬টি রাজ্যের ছয়টিতেই শীর্ষ দশ পছন্দের তালিকায় ছিল নামটি। নবজাতকের নাম নিয়ে ‘অ্যাসোসিয়েশন ফর জার্মান ল্যাঙ্গুয়েজ’র জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ (সা.)-এর নামের সঙ্গে মিলিয়ে সন্তানদের নাম রাখেন মুসলমানরা। বার্লিনে মুসলিমদের সংখ্যা ১০ শতাংশের বেশি না হলেও সেখানে এই নামটি জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। আর গোটা জার্মানির হিসেবে শিশুদের নামের মধ্যে ২৪তম স্থানে রয়েছে এটি। বার্লিনে ছেলে নবজাতকের নামের পছন্দতালিকায় শীর্ষে ছিল লুইস ও এমিল। ২০১৫ সালে ষষ্ঠ অবস্থানে থাকা নামটি সবগুলোকে পেছনে ফেলে পরের বছর শীর্ষস্থানে চলে এল। ৬৫ হাজারেরও বেশি শিশুর নাম নিয়ে জরিপটি চালানো হয়। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহাম্মদ নাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ