Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সত্য ন্যায় সুন্দর ও মানবতার জয়গান গেয়েছেন কবি নজরুল

বগুড়ায় জাতীয় কবির জন্ম-জয়ন্তী উদযাপন

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে বগুড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘মানুষের অফুরন্ত আবেগ বাঁধনহারা উচ্ছ্বাস আর প্রবল প্রাণশক্তিকে আপন আত্মায় ধারণ করে যিনি সারা জীবন দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার বাণী শুনিয়েছেন তিনি কবি নজরুল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্যবাদ, মানবতাবাদে প্রবলভাবে আস্থাশীল এই মহান কবি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সত্য ন্যায় সুন্দর ও মানবতার জয়গান গেয়েছেন।’’ গত বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নজরুল গবেষণা কেন্দ্র বগুড়া’ এর আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও নজরুল গবেষক ডা, আর এ এম তারেক। বিশিষ্ট অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক রংপুর জোনের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, বগুড়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড, শেখ রেজাউর রহমান মিন্টু, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড, লাইজিন আরা লিনা, জীবন বীমা কর্পোরেশনের বগুড়া শাখার ম্যানেজার ইনচার্জ মো. জহুরুল ইসলাম, সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মহসিন আলী রাজু ও নির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক/কলামিস্ট মো. মুরশিদ আলম। সংগীত ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, আলোচনা শেষে সংস্থার শিল্পীরা নজরুল সংগীতের সুর-মূর্ছনায় মুগ্ধ করেন উপস্থিত শ্রোতাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সত্য ন্যায় সুন্দর ও মানবতার জয়গান গেয়েছেন কবি নজরুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ