Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসির ফলাফলে এবারো উত্তরণ ঘটেছে

পাশের হার ৮৭ দশমিক ১৬

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ৩:২২ পিএম

আরেকবার উত্তরণ ঘটেছে কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসির ফলাফলে। ২০১৭ সালের বিপর্যস্ত ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের হতাশা কাটিয়ে গত বছরের ফলাফলে আশার আলো জ্বালিয়ে ছিলো। এবারে সেই আলোয় আরেক ধাপ এগিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। সোমবার বেলা ১২টায় বোর্ডের কনফারেন্স রুমে ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আসাদুজ্জামান সাংবাদিকদের হাতে এসএসসি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট পরিসংখ্যানের সীট তুলে দেন। তিনি এবারের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক এবং পরীক্ষা পরিচালনা পদ্ধতি, খাতা মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থার সাফল্য বলে উল্লেখ করেন। বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহীদুল ইসলাম এবারে ফলাফল ভালো হওয়ার নেপথ্যের কারণ হিসেবে বলেন, ছয় জেলার মাধ্যমিক স্কুলের প্রধানদের সাথে মতবিনিময় এবং নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেয়ায় এবারে পাশের হার এবং একই সাথে জিপিএ-৫ বেড়েছে।

এদিকে ফলাফল সংশ্লিষ্ট পরিসংখ্যানে উল্লেখ করা হয়, এবছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ লাখ ৯৩ হাজার ২৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ১ লাখ ৬৮ হাজার ৪৮০জন। পাশের হার ৮৭ দশমিক ১৬ভাগ। যা গতবারের চেয়ে ৬ দশমিক ৭৬ ভাগ বেশি। এবারে বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৮৬৫জন। বোর্ডের ১ হাজার ৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারে গতবারের চেয়ে ৫৪টি বেড়ে শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২টি। পাশ করেনি এমন প্রতিষ্ঠান এবারে একটিও নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ