Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পূরক কারণেই সম্পর্ক রক্ষা জরুরি : এরদোগান

ইস্তাম্বুুলে মেয়র নির্বাচনে নতুন তারিখ ২৩ জুন রোববার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

বিভিন্ন অঞ্চল এবং দেশের সঙ্গে তুরস্কের যে সম্পর্ক তা বিকল্প হিসেবে নয়, সম্পূরক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। সোমবার আঙ্কারায় ন্যাটোর কাউন্সিল পার্টনারের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এরদোগান বলেন, তুরস্ক ন্যাটোর অভ্যন্তরে তার শক্তিশালী অবস্থান বজায় রাখবে এবং জাতীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রয়োজনীয় পদক্ষেপগুলোও গ্রহণ করবে। তিনি বলেন, বিভিন্ন অঞ্চল এবং দেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক একে অপরের বিকল্প নয়; বরং একে অপরের পরিপূরক। এরদোগান আরও বলেন, তুরস্ক আশা করে ন্যাটো জোট তার যথাযথ অবস্থান বজায় রেখে এর জোটদের রক্ষা করবে এবং যে কারণে এটি প্রতিষ্ঠিত হয়েছে তার মান রক্ষা করবে। অপর এক খবরে বলা হয়, তুরস্কের সুপ্রিম নির্বাচন কাউন্সিল ইস্তাম্বুলের মেয়র নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছে। একে পার্টি নির্বাচনে ২২৫ জন প্রিসাইডিং অফিসার এবং প্রায় ৩৬০০ পোলিং অফিসারকে বেআইনিভাবে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করে। অভিযোগে বলা হয়, তুরস্কের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন কর্মকর্তাদের অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে। কিন্তু উল্লেখিত নির্বাচন কর্মকর্তা কর্মচারীরা সরকারি চাকরিজীবী নন। নির্বাচন কমিশন গত প্রায় একমাস ধরে যাচাই বাছাই করে একে পার্টির অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে এবং তারা এই তথ্য প্রমানের উপর ভিত্তি করে নির্বাচন বাতিলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। নতুন নির্বাচনের দিন হিসেবে জুন মাসের ২৩ তারিখ রোববার নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এখানে সংসদের কোনো সিদ্ধান্তকে এদেশের সর্বোচ্চ বিচারালয় মানে সাংবিধানিক আদালত বাতিল করে দিতে পারে। কিন্তু নির্বাচন কমিশেনর সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য কোনো আদালতে যাওয়ার সুযোগ নেই। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ