Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মসজিদ-দোকানপাটে হামলার পর কারফিউ জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৫ এএম

 ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জেরে মসজিদ ও মুসলমানদের দোকানপাটে হামলার ঘটনায় শ্রীলঙ্কার চিলাওতে কারফিউ জারি করা হয়েছে।
এছাড়া উত্তেজনা কমাতে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র রাবন গুনাসেকারা বলেন, উত্তেজনা কমিয়ে আনতে চিলাওয়া পুলিশ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত তা কার্যকর থাকবে।
শ্রীলঙ্কার পশ্চিম উপকূলীয় শহর চিলাওতে রোববার মসজিদে ও মুসলমানদের দোকানপাটে এলোপাতাড়ি পাথর ছুড়ে খ্রিস্টান সংখ্যাগরিষ্ট ওই এলাকার লোকজন। এছাড়া সেখানকার এক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করে তারা।
মুসলিমদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে রোববার রাতে ও সোমবার সকালে কুলিয়াপিটিয়া ও ডুম্মালাসুরিয়ার নিকটবর্তী এলাকাগুলো থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
সামরিক বাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু জানান, সন্দেহভাজনদের গ্রেফতারের পর ওই এলাকার লোকজন তাদের ছেড়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে পুলিশ কারফিউ জারি করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ