ঢাকার সাভারে আট মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ফরহাদ হোসেন (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন সাভার ব্যাংক কলোনি এলাকার মৃত জিতু মিয়ার ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, সাভার মডেল থানার মোট ৮টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফরহাদ হোসেন। গত কয়েক মাস ধরে চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা চলছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে। গতকাল ফরহাদকে আদালতে প্রেরণ করা হয়েছে।