Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঐশীর কণ্ঠে ইস্টিশন গানের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

কবি মাসুদ পথিকের লেখা ‘ইস্টিশন’ শিরোনামে একটি গান তার পরিচালিত নেকাব্বরের মহাপ্রয়াণ সিনেমায় ব্যবহার করা হয়। নিজের সুরে গানটিতে কণ্ঠ দেন বেলাল খান। সেই সময় শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছিল গানটি। এবার তৈরি হয়েছে এর সিকুয়্যাল ইস্টিশন টু। এবার গীতিকবি এক হলেও পরিবর্তন হয়েছে সুরকার ও কণ্ঠশিল্পীর। বদলেছে গান প্রকাশের মাধ্যমও। চলেরে মনের গাড়ী/যাবো রে আজ তোর বাড়ী/আমিতো চিনি না আমার বাড়ী/যাবো তোর বাড়ী- এমন কথায় মাসুদ পথিকের এবারের গানটির সুরারোপ করেছেন মুরাদ নূর। গেয়েছেন ঐশী। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। প্রকাশ পাবে অডিও-ভিডিও মাধ্যমে। এরইমধ্যে রাজধানীর লংপ্লে স্টুডিওতে গানটির রেকর্ডিং স¤পন্ন হয়েছে। মুরাদ নূর বলেন, ব্রাত্য চলচ্চিত্রের জন্য এর আগেও বেশ কয়েকটি গান বেঁধেছি। কোনো জনপ্রিয় গানের সিকুয়্যাল বানানো খুব কঠিন কাজ। আমি পথিক ভাই দুজনেই শিল্প সৃষ্টিতে বেশ খুঁতখুঁতে। নিজের মতো না হলে বারবার করি। পছন্দের কণ্ঠ ঐশীর গায়কীতে অবশেষে গানটির পূর্ণতা পেলো। বিশ্বাস করি ইস্টিশন-২ সবার মনে লাগবে। ঐশী বলেন, পথিক ভাই গুণী মানুষ। জনপ্রিয় গান ইস্টিশন’র সিকুয়্যাল হবে শুনেই ভালো লেগেছে। নূর ভাই ট্র্যাক পাঠানোর পর বেশ কয়েকবার শুনি। শুনে বেশ মুগ্ধ হই। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে। ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেক থেকে গানটি ভিডিওতে প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ