Inqilab Logo

ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ০৭ কার্তিক ১৪২৬, ২৩ সফর ১৪৪১ হিজরী

শিল্প সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ৪:২৫ পিএম

দি ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট এম. আবুল কালাম মজুমদার এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম-এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৪ মে) আইসিএমএবি প্রেসিডেন্ট দেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং কর্মদক্ষতা মূল্যায়নে কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকা সম্পর্কে সচিবকে অবহিত করেন। পেশাগত বিষয়াদি আলোচনার পাশাপাশি আইসিএমএবি’র প্রেসিডেন্ট বলেন, দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের স¦ার্থে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলোতে কস্ট অডিট বাস্তবায়িত হলে পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পাবে,যার সুবিধা ভোক্তারা পাবে। তাছাড়া কস্ট অডিট সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে জারীকৃত সরকারী সিদ্ধান্তের আলোকে বিভিন্ন সার কারখানাগুলোতে কস্ট অডিট বাস্তবায়ন করার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।

সচিব সরকারী সিদ্ধান্ত মোতাবেক ক্রমান্বয়ে কস্ট অডিট বাস্তবায়নের ব্যাপারে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং আইসিএমএবি’র সাথে সহযাগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণের লক্ষ্যে যথাযথ গুরুত্ব আরোপ করেন।

প্রতিনিধিদলে আইসিএমএবি এর নির্বাহী পরিচালক মো. মাহ্বুব উল আলম এফসিএমএ উপস্থিত ছিলেন । 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাক্ষাৎ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ