Inqilab Logo

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

নজরুল ফের সাধারণ সম্পাদক নির্বাচিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ৮:৩৫ পিএম

বাংলাদেশ অ্যামেচার বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচিত হয়েছেন সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম। আগের মেয়াদেও এই পদে ছিলেন তিনি। বডিবিল্ডিং ফেডারেশনের নির্বাচনে একটি প্যানেল হওয়ায় আগেভাগেই প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যদিও নির্বাচনের দিনক্ষণ ছিল ৩১ মে। গতকাল এনএসসির এক প্রজ্ঞাপনে (জাক্রীপ/নির্বাচন ২০১৯/শরীরগঠন/১০৫৪) জানানো হয়, বাছাইয়ে কোন মনোনয়নপত্র বাতিল বা প্রত্যাহার না হওয়ায় প্রাথমিকভাবে ২২ সদস্যের কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হল। চার সহ-সভাপতি হলেন- সাহাবুদ্দিন, ডা. মো. কামরুজ্জামান, খালেদ আবদুল্লাহ ও মোস্তাক আহমেদ, দু’যুগ্ম সম্পাদক মনতোষ ঘোষ ও মানস দেব এবংয় কোষাধ্যক্ষ জহির চৌধুরী। বাকি ১৪ জন সদস্য। এই ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভুঁইয়া এমপি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন