Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সভাপতি, ইন্ডাস্ট্রি অল এর অন্যতম নেতা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র গতকাল ভোর রাতে ঢাকার লালমাটিয়াস্থ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব আলহাজ্ব শুক্কুর মাহামুদ, কার্যকরী সভাপতি জনাব ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলাম ও সাবেক সভাপতি জনাব আব্দুল মতিন মাস্টার এক যুক্ত বিবৃতিতে বাবু রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায় রমেশ চন্দ্রের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ