Inqilab Logo

ঢাকা, রোববার, ১৮ আগস্ট ২০১৯, ০৩ ভাদ্র ১৪২৬, ১৬ যিলহজ ১৪৪০ হিজরী।

মতলবে ইয়াবাসহ ১জন আটক

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৩:২০ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে শুক্রবার ভোর রাতে( ১টা ৪৫ মিনিটে) ইয়াবাসহ পুলিশ মোঃ ছমির মিজি(৫০) কে আটক করে । আটক মোঃ ছমির মিজি এখলাসপুর গ্রামের মৃত হাবিবুর রহমান মিজির ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মুরশেদুল আলমের গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফিরোজ আলম, এসআই নাহিদ হোসেন, এএসআই আনিছুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। শুক্রবার ভোর রাতে( ১টা ৪৫ মিনিটে) এখলাছপুর গ্রামস্থ বেড়িবাঁধ হইতে এখলাছপুর লঞ্চঘাট যাওয়ার মাথায় বেড়িবাধের চৌরাস্থার উপর থেকে ১৫(পনের) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ছমির মিজি (৫০) কে আটক করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ছমির মিজির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক


আরও
আরও পড়ুন