Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬, ২১ শাওয়াল ১৪৪০ হিজরী।

কুরআনের রেফারেন্স টেনে সংলাপ, বিপাকে অর্জুনের সিনেমা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৯:৩৬ পিএম

বলিউডে মুক্তি পাবে অর্জুন কাপুর অভিনীত ‘ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড’। কিন্তু সিনেমাটির ট্রেলার মুক্তির পর বিতর্ক ছড়িয়েছে পুরো ভারত জুড়ে। কারণ ছবিটির ট্রেলারে দেখা গিয়েছিল একটি দৃশ্যে কোরআন ধর্মগ্রন্থের রেফারেন্স টেনে এনে সংলাপ বানিয়েছেন পরিচালক রাজ কুমার গুপ্তা। আর তাতেই আপত্তি দেখানো হয় সেন্সর বোর্ডের তরফ থেকে। বোর্ডের তরফ থেকে জানানো হয় কোরআন সংলাপটি বাদ দিলে তবেই মুক্তি পাবে এই সিনেমাটি।

সম্প্রতি বিষয়টি নিয়ে এক সাক্ষাত্কারে পরিচালক জানান, ‘প্রথমে আমরা এই সংলাপটি টিজারে দেখাই। এরপর সিনেমা মুক্তির অনুমতির জন্য যখন সেন্সরে জমা দেওয়া হয়, তখন সেন্সর বোর্ড জানায় এই সংলাপ বাদ দিতে হবে। তারা আমাদের জিজ্ঞাসা করেন আমরা কী বাদ দেব এই সংলাপটি? কারণ কোরআন খুব সংবেদনশীল। তাই বাধ্য হয়ে সংলাপটি বাদ দিলাম। আমরা কোনো ধর্মের ভাবাবেগে আঘাত আনতে দেব না। শ্রদ্ধা থেকেই বাদ দিলাম এই সংলাপটি।’

আগামী ২৪ মে মুক্তি পাবে ‘ইন্ডিয়া মোস্ট ওয়ানটেড’। মূলত ইয়াসিন ভাটকালের গ্রেফতার ও তাকে গোপনে আটকে গ্রেফতার করার বিষয় উঠে আসবে এই সিনেমাতে। সিনেমা প্রসঙ্গে পরিচালক জানান, ‘এটা এমন একটি সিনেমা যেটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। ভারতে ঘটে যাওয়া সেনাদের বাহাদুরি নিয়ে বানানো হয়েছে এই সিনেমাটি। আমি সবাইকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করব।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ জুন, ২০১৯

আরও
আরও পড়ুন