Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এয়ারলিফ্ট

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

১৯৯০ সালে ইরাক-কুয়েতের যুদ্ধের সময় এক বাস্তব ঘটনা অবলম্বনে এই গল্প। যেখানে এই দুনিয়ায় মানুষ তার দেশ তার জন্য কত দূর আর যেতে পারে এমন ধারণায় সংশয়ী। সেখানে এটি এমন এক প্রয়াসের কাহিনী যেখানে একজন মানুষের উদ্যোগে তার দেশ একজন দুজন নয় দুই লক্ষের কাছাকাছি নাগরিককে নিরাপদ জায়গায় স্থানান্তর করেছে। রঞ্জিত কাটিয়াল (অক্ষয় কুমার) একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী। নিজেকে একজন কুয়েতি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ইরাকের বাহিনী কুয়েতে ঢোকার পর নিজের পরিবার এখানে নিরাপদ নয় বুঝতে পারে সে। আকাশে গানশিপ হেলিকপ্টার, রাস্তায় ট্যাঙ্ক, সব সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। পথে পথে চলছে লুটতরাজ। তার স্ত্রী অমৃতা (নিম্রত কওর) আর ছেলেকে মিলিয়ন ডলারের বিনিময়ে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার একটি সুযোগ আসে তার কাছে। কিন্তু তার মত আরও লক্ষাধিক ভারতীয় সেখানে আটকে পড়ে আছে কুয়েতে। একসময় সে তাদের পাশে এসে দাঁড়ায়। উদ্যোগ নেয় ১ লক্ষ ৭০ হাজার ভারতীয়কে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার এক বিশাল কার্যক্রম। ৫৯ দিনে এয়ার ইন্ডিয়ার ৪৮৮ ফ্লাইটে সেই সব ভারতীয়কে ভারতে সরিয়ে নিতে সক্ষম হয় সে। আধুনিক মানবেতিহাসে এটিকে যুদ্ধ ক্ষেত্র থেকে মানুষকে নিরাপদ জায়গায় সরানোর সবচেয়ে বড় অপারেশন হিসেবে গণ্য করা হয়। এই ক্ষেত্রে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ