Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

সকাল ১০টা। খুলনার রুপসা থেকে সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়া উদ্দেশে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস (বগুড়া ব-৪৭৪৫)। গতি ছিল বেপরোয়া। ফকিরহাট উপজেলার ফলতিতার কাকডাঙ্গা নামক স্থানে আসলে বাসটির সামনের ডান পাশের চাকার টায়ার ফেটে খুলে যায়।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং রাস্তার পাশের এক শ্রমিককে চাপা দিয়ে আবার উল্টো দিকে ঘুরে বড় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকসহ ৫ জন ও পরে ফকিরহাট হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১৫ জন। এছাড়া কাপ্তাইয়ে পথচারীকে সাইড দিতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন :
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাস চালকসহ ৬ জন নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। গতকাল সকালে খুলনা-মাওয়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। এদের মধ্যে রয়েছেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কোদলা গ্রামের হেকমোত আলী বিশ্বাস (৪৫), খুলনার কয়রা থানার অর্জুনপুর এলাকার কুদ্দুস সরদার (৬০) ও বাসের চালক খুলনা রূপসা থানার নৈহাটি এলাকার ফরহাদ শেখ (৪৫)। এছাড়া নিহতদের মধ্যে এক মহিলাসহ দুই পুরুষ যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাটসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ১২ জনকে খুলনা মেডিকেল কলেজ ও ৩ জনকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় পাঠায়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, খুলনা থেকে গোপলগঞ্জের ঘোনাপারর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (বগুড়া ব-৪৭৪৫) সকাল ১০টার দিকে ফকিরহাট উপজেলার ফলতিতার কাকডাঙ্গা নামক স্থানে পৌছালে সামনের চাকার টায়ার ফেটে গাছের সাথে সজোড়ে ধাক্কা দেয়। এসময় বাসটি পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালকসহ ৫ জন ও পরে ফকিরহাট হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদ ঘটনাস্থল জানান, যাত্রীবাহি বাস দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে বাগেরহাট ও ফকিরহাট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। এসময় গুরুত্বর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা জানান, কাপ্তাই মটরসাইকেল আরোহী পথচারীকে সাইড দিয়ে গিয়ে এইচএসসি পরিক্ষীর্থীর মৃত্যু হয়েছে।
জানা যায়, কাপ্তাইয়ে সাপ্তাহিক বাজার গতকাল শনিবার সকালে মটর সাইকেল( চট্টমেট্রো-ল-১২-১৩৮০) যোগে আরহী জয়ন্ত তংচঙ্গ্যা (২১) চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়ক দিয়ে মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ৪নং ইউপি পরিষদের বাসস্ট্যান্ডের সামনে একজন পথচারীকে সাইড দিয়ে গিয়ে মটরসাইকেলটি উল্টে যায়। আহত অবস্থায় তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, কলাপাড়ায় দুই মটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ০৬ জন পর্যটক। গতকাল শনিবার বেলা ১১টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদ পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ছয় জনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, আহত সবার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ