Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী জনপ্রতিনিধির দায়েরকৃত মানহানির মামলায় ফেঁসে গেলেন ইউপি চেয়ারম্যান

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ৬:১৭ পিএম

নারী জনপ্রতিনিধির দায়েরকৃত পঞ্চাশ লক্ষ টাকার মানহানির মামলায় ফেঁসে গেলেন নারী ইউপি সদস্যকে ‘দু:শ্চরিত্র’ বলা পটুয়াখালীর কলাপাড়ার ডাবলুগজ্ঞ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার। নারী জনপ্রতিনিধির দায়েরকৃত মানহানির মামলায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি করেছে বিজ্ঞ আদালত। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত ১৯ মে রবিবার বিচার বিভাগীয় তদন্ত শেষে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারির এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ৩রা এপ্রিল রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারা’র বিরুদ্ধে ’দু:শ্চরিত্রে’র নারী বলে মানহানিকর তথ্য সম্বলিত লিখিত বক্তব্য স্বাক্ষর করে স্থানীয় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন। এসময় ওই নারী ইউপি সদস্যকে ’দু:শ্চরিত্রের’ নারী বলার এমন কি তথ্য প্রমান আছে? সাংবাদিকদের প্রশ্নোত্তরে পুন:রায় ওই নারী ইউপি সদস্যকে দু:শ্চরিত্র নারী ছাড়াও আরও মানহানিকর অপবাদ দেন তিনি। চেয়ারম্যানের মানহানিকর বক্তব্য সম্বলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গনমাধ্যমে প্রকাশ পেলে নারী ইউপি সদস্য সাহানারা ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের নামে ৮এপ্রিল বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পঞ্চাশ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগ বিবেচনায় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মানহানির বিষয়ে সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সালাম সিকদার’র বিরুদ্ধে ১৯ মে রবিবার সমন জারি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ