Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:২৫ এএম

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। এই পরীক্ষায় ৭ লাখ ৪০ হাজার ২৪০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৫২ হাজার। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্কুল-২ এবং স্কুল ও কলেজ পর্যায়ে মোট ৮লাখ ৭৬ হাজার ৩৩ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ লাখ ৪০ হাজার ২৪০ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৪ হাজার ১২৯ জন, স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ জনসহ সর্বমোট ১ লাখ ৫২ হাজার। পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/ result.. লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া উত্তীর্ণদের টেলিটক এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। গত ১৯ এপ্রিল শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ