Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬, ০২ রজব ১৪৪১ হিজরী

এরদোগানের সঙ্গে এবার ইফতার করলেন ও্জিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ৫:২০ পিএম

জার্মানির সাবেক ফুটবলার মেসুত ও্জিল শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সঙ্গে ইফতার করেছেন৷ এজন্য রোববার সামাজিক যোগাযোগের মাধ্যমে তোপের মুখে পড়েন তিনি৷ গতবছর বিশ্বকাপের আগে লন্ডনে এরদোগানের সঙ্গে দেখা করে জার্মান ফুটবল ফেডারেশন বা ডিএফবি ও সমর্থকদের কাছে সমালোচিত হয়েছিলেন ও্জিল৷ জার্মানির প্রতি তার পূর্ণ আনুগত্য নিয়েও সেই সময় প্রশ্ন উঠেছিল৷

এর জবাবে ও্জিল ডিএফবিতে বর্ণবাদ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন৷ এরদোগানের সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি বলেছিলেন, তিনি তার পরিবারের দেশের সর্বোচ্চ অফিসের প্রতি সম্মান জানিয়েছেন৷ এছাড়া জার্মানির সাবেক অধিনায়ক লোথার মাথেউস একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমে যে নেতিবাচক কাভারেজ পেয়েছিলেন, সেই ঘটনার সঙ্গে নিজের ঘটনারও তুলনা করেছিলেন ও্জিল৷ তবে ও্জিলের কয়েকজন সহকর্মী ও ফেডারেশনের কর্মকর্তারা জার্মান ফুটবলে বর্ণবাদ থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন৷ এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে জার্মানির বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি৷

ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে অনুষ্ঠিত ইফতারে ও্জিলের সঙ্গে তার বাগদত্তা সাবেক মিস তুরস্ক আমিনে গ্যুলসেও উপস্থিত ছিলেন৷ আগামী গ্রীষ্মে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে৷ গত মার্চ মাসে ঐ বিয়েতে এরদোগানকে আমন্ত্রণ জানিয়েও সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি করেছিলেন ওজিল৷

তুরস্কের যুব ও ক্রীড়া দিবস উপলক্ষ্যে শনিবার ঐ ইফতারের আয়োজন করা হয়েছিল৷ সেখানে অন্যান্য ক্রীড়াবিদরাও উপস্থিত ছিলেন৷ তবে ইফতার অনুষ্ঠানে এরদোগানের দুই পাশে ছিলেন ও্যজিল ও তার বাগদত্তা গ্যুলসে৷ 

Show all comments
  • md billal hossain ২০ মে, ২০১৯, ৫:৪০ পিএম says : 0
    মহান নেতা,সুলতান এরদোগান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান

১৩ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ