Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাচোলে ফতেপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান ইসরাইল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাইম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নটবর বর্মন, সাবেক ইউপি সদস্য আয়েশ উদ্দিন, সমাজ সেবক আব্দুল হক, ইউপি সদস্য মজিবুর রহমান। বাজেট সভায় চেয়ারম্যান ইসরাইল হক জানান, ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে আয় ধরা হয়েছে ৩কোটি ২৩লাখ ৫৬হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩কোটি ২৩লাখ ৩০হাজার টাকা। সবচেয়ে বেশী বাজেট ধরা হয়েছে রাস্তা নির্মাণ, পূণ নির্মান ও মেরামতে ৫৮লাখ টাকা। এ উমুক্ত বাজেট অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে উমুক্ত আলোচনায় অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ