১৫ কিলোমিটার যানজট টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে
.jpg)
কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার চাদরে ডাকা সড়কে শত শত যানবাহন ঠাঁয় দাঁড়িয়ে ঘণ্টার পর
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে সুমি খাতুন (২২) নামে প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সদর উপজেলার মুলিবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের শামছুল ইসলামের মেয়ে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি হারুন মজুমদার বলেন, মানসিক প্রতিবন্ধী সুমি রাতে কিংবা দিনে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতো। গত সোমবার গভীর রাতে মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি স্থানে অজ্ঞাত কোনো ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
সকালে স্থানীয়রা রেল লাইনের পাশে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।