Inqilab Logo

বুধবার, ২৯ জুন ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯, ২৮ যিলক্বদ ১৪৪৩ হিজরী
শিরোনাম

সিরাজগঞ্জের বেলকুচিতে গাছ পড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ২:৩২ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে ঝড়ে গাছ পড়ে মঞ্জিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা বিউটি খাতুন (২৫)।
গতকার সোমবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের ওয়াপদা বাঁধে এ ঘটনা ঘটে। মঞ্জিল ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
আহত বিউটি খাতুনকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, হতদরিদ্র হাফিজুল তার পরিবার নিয়ে ওয়াপদা বাঁধের পাশে একটি ঘর তুলে বসবাস করতেন। গতকাল সোমবার সন্ধ্যার পর হঠাৎ ঝড়ে তার ঘরের উপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে ঘরে অবস্থান করা শিশু মঞ্জিল ঘটনাস্থলেই মারা যায়। আর তার মা বিউটি আহত হন। স্থানীয়রা বিউটিকে উদ্ধার করে খাজা এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাইফুল ইসলাম জানান, আহত বিউটির চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ