Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭, ২২ যিলহজ ১৪৪১ হিজরী

হইচইয়ে আরমীন মুসার নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

হইচইয়ে স্ট্রিমিং হচ্ছে আরমীন মুসার নতুন গান ‘ভয় করছে’। এই মিউজিক ভিডিও’র মাধ্যমে প্রথমবার এসভিএফ মিউজিকের সাথে কাজ করলেন আরমীন। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ভারতের সঙ্গীত পরিচালক ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। গানটি মুক্তি পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে। গানটির ধরণ অনুযায়ী মধ্যরাতের আবহে গানটির চিত্রায়ন হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এ গানের মাধ্যমে তানিম রহমান অংশুও প্রথমবারের মতো তার সফল ক্যারিয়ারে এসভিএফ মিউজিকের সাথে কাজ করেছেন। দৃশ্যচিত্রায়ন ও বিন্যাসের ক্ষেত্রে অংশু ভয়ের আবহ তুলে ধরতে অদ্ভুতুড়ে দৃশ্যের সমন্বয় করেছেন। গানটির চিত্রায়ন হয়েছে ঢাকায়। এসভিএফ’র আসন্ন চলচ্চিত্র বহুল প্রতীক্ষিত প্যারানরমাল সাইকোলজি থ্রিলার ‘ভূত চতুর্দশী’ উপলক্ষেই ‘ভয় করছে’ মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভয়, রোমাঞ্চ এবং কামিং অব এইজ গল্পের সমন্বয়ে নির্মিত হচ্ছে ভ‚ত চতুর্দশী। আরমীন মুসার অসাধারণ পারফরমেন্স এবং তানিম রহমান অংশুর সিনেম্যাটিক ট্রিটমেন্ট দর্শকদের রোমাঞ্চকর মুহূর্তের এক অভুতপ‚র্ব অভিজ্ঞতা দিবে। ভয় করছে এখন দেখা যাবে হইচই’র অ্যাপ ও ওয়েবসাইট, জিপি মিউজিক, স্পø্যাশ, ভাইব, এসভিএফ মিউজিক এবং হইচইয়ের ইউটিউব পেজে গিয়ে ‘ভয় করছে’ গানটি দেখা যাবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ