Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদপুরে বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধে অবহিতকরণ সভা

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১১:৪৮ এএম

বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ধরনের বিয়ে কোনদিন পারিবারিক ও সামাজিক জীবনে সুফল বয়ে আনেনি। তাই বাল্য বিয়ে প্রতিরোধে সমাজের সচেতন ব্যক্তিদের ভূমিকা রাখা প্রয়োজন। এমনই তাগিদ দিয়েছেন অবহিতকরণ কর্মশালায় অংশ নেয়া আলোচকগন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে মঙ্গলবার চাঁদপুর রোটারি ভবনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন, চাঁদপুরের এডিসি রেভিনিউ মো. জামাল হোসেন, সিভিল সাজন ডা. মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেপুটি ডাইরেক্টর সতী রানী, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ইলিয়াস প্রমুখ।

বক্তারা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক পরিসংখ্যানে জানা গেছে, চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় বাল্য বিয়ের প্রবনতা বেশি। নদী ভাঙ্গনের শিকার এ অঞ্চলের মা-বাবা মেয়েদের নিরাপত্তা নিয়ে শংকিত থাকেন। এ কারনেই বাল্য বিয়ে বেশী হয়। বাল্য বিয়ের কারনে গর্ভধারন করেন কিশোরীরা। অথচ এ বয়সে কিশোরীর নিজের দেহের গঠন পুরোপুরি সম্পন্ন হয় না। উপরোন্ত তার দেহে নতুন একটি শিশু ধারন করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ