Inqilab Logo

ঢাকা, শনিবার , ০৭ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬, ০৯ রবিউস সানি ১৪৪১ হিজরী

নরসিংদীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

নরসিংদী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০০ পিএম

নরসিংদীর সদর উপজেলায় ট্রাক ও পিকআপ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরাথপুর এমএম পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- পিকআপচালক আমির হোসেন (৩৫)।

সদর থানার ওসি আবু তাহের জানান, পিকআপটি নরসিংদী থেকে ঢাকায় যাচ্ছিল।

বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ