Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে বিএসটিআই পরীক্ষায় অকৃতকার্য ও হাইকোর্ট কর্তৃক প্রত্যাহারকৃত ৫২ টি পণ্যের সন্ধানে অভিযান

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ৯:৫৩ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে বুধবার বিকালে ঝিনাইদহ শহরে বিএসটিআই এর পরীক্ষায় অকৃতকার্য ও হাইকোর্ট কর্তৃক প্রত্যাহারকৃত ৫২ টি পণ্যের সন্ধানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে ৩২০ প্যাকেট সান চিপস ধ্বংস, ৩০০০ প্যাকেট জব্দ, ৭৭ কেজি এসিআই লবণ ও ১৩৫০ বোতল সরিষার তেল ধ্বংস করা হয়। পাশাপাশি হাইকোর্ট এর আদেশ বলে ৫২টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। এদিকে নির্দেশ অমান্য করে নিষিদ্ধ পণ্য বিক্রয়ের অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানের সময় পৌর স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার নন্দী ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। সুচন্দন মন্ডল জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ