Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আপনার প্রশ্ন

ডা. একেএম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

প্র: আমি বিবাহিতা বয়স ৩২। আমার দু’চোখের নিচে দীর্ঘদিন ধরে কালোদাগের ছোপ। অনেক ওষুধ ব্যবহার করেছি। দাগ কমেনি। তাই আপনার কাছে সঠিক পরামর্শ চাই।
ঐশি, গুলশান-২। ঢাকা।
উ: আর নেই ভাবনা। কেমিক্যালপিলিং-এর সু² ছোঁয়ায় আপনার চোখের নিচের দাগ নির্মূল করতে সক্ষম।
প্র: আমি অবিবাহিতা। বয়স ১৯। আমার হাত ও পায়ে বেগুনী রং-এর ছোট ছোট দানা অসহ্য চুলকানিসহ দেখা দিয়েছে। চুলকানির ওষুধ খেয়েছি। চুলকানি কমছে না। আমি দ্রæত এ থেকে মুক্তি চাই।
কল্পনা, ইডেন কলেজ। ঢাকা।
উ: আপনার রোগটি সম্ভবত, লাইকেন প্লানাস। এটি একটি কষ্টকর ত্বক সমস্যা। বর্তমানে আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্র: আমি অবিবাহিত। বয়স ৩০। ইতিমধ্যে আমার মাথার প্রায় ৫০% চুল পড়ে গিয়েছে। এতে আমি হতাশ। অনেক চিকিৎসা নিয়েছি। নতুন চুল গজায়না। আমার মাথায় কি নতুন চুল গজানো সম্ভব নয়?
আবেদ, নরসিংদী।
উ: মাথার চুল পড়ে যাওয়া অর্থাৎ টাক্্ বর্তমানে কোন সমস্যাই নয়। টাক্ চিকিৎসার সর্বশেষ সংস্করণ ‘স্টেম-সেল থেরাপী’ মাত্র ০১ (এক) সেশন চিকিৎসায় কোন পার্শ্বক্রিয়া ছাড়াই টাক্্ মাথায় নতুন চুল গজাতে সক্ষম।

ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯৯০০০০১৯১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন