Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্ণফুলীর পাড়ে ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি

দুই মন্ত্রীকে চেম্বার সভাপতির চিঠি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৪ এএম

দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দরনগরী চট্টগ্রামকে যানজটমুক্ত করতে কর্ণফুলী সেতু এলাকায় ট্রাক টার্মিনার নির্মাণের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল বৃহস্পতিবার চেম্বার সভাপতি মাহবুবুল আলম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কাছে পৃথক জরুরি বার্তায় এ দাবি জানান।
দুই মন্ত্রীকে দেয়া চিঠিতে চেম্বার সভাপতি বলেন, দেশের বৃহত্তম পাইকারী বাজার চাক্তাই-খাতুনগঞ্জ হতে আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দেশের ব্যবসা, বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। কিন্তু বাংলাদেশের ‘ওয়াল স্ট্রিট’ খ্যাত চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ এলাকায় যানজট দিন দিন তীব্র আকার ধারণ করছে।
ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার পরও সত্যিকার অর্থে সুফল পাওয়া যাচ্ছে না। এ যানজটের অন্যতম কারণ হচ্ছে এই এলাকার সন্নিকটে কোন ট্রাক টার্মিনাল নেই। বর্তমান সরকারের সময়ে দেশের যে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে, তার সাথে সমন্বয় রেখে দেশের আমদানি-রপ্তানির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে এ সময়ে ওই এলাকায় টার্মিনাল নির্মাণ অপরিহার্য। চাকতাই-খাতুনগঞ্জ এর কাছাকাছি কর্ণফুলী সেতু সংলগ্ন সরকারি অনেক খাস জমি পতিত আছে যেখানে টার্মিনাল নির্মাণ করে বর্ণিত সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাক টার্মিনাল নির্মাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ