কর্ণফুলীর দুই তীরে উচ্ছেদ কবে

লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের হাজার কোটি টাকার ৫২ একর জমি দখলমুক্ত হয়েছে। তবে চট্টগ্রাম বন্দরের
গাইবান্ধার সাদুল্যাপুরে বুদা শেখ (৪৭) নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ মে) দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠায় পুলিশ।
এর আগে শনিবার (২৫ মে) দিনগত গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর এলাকায় নিজ কাপড়ের দোকানে এ হত্যার ঘটনা ঘটে। বুদা শেখ ইসবপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুদা শেখ রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে দোকানে নিয়ে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বুদা শেখের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।