বাগেরহাটে ১৯ কেজি ওজনের ভোল মাছ ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি

বাগেরহাটের মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে এবার সাড়ে ১৯ কেজি ওজনের একটি বিরল প্রজাতির জাবা
চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ রেল স্টেশন এলাকায় আন্তনগর মেঘনা এক্সপ্রেসে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের নীচে সোমবার রাত ৯টায় কাটা পড়া নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ফজলে রাব্বী স্বপন ও মনির বলেন, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৪৫ হবে। তার পরনে একটা কাপড় ছিল। মেঘনা এক্সপ্রেস নীচে ওই নারী কাটা পড়ে প্রায় তিন খন্ড হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ রেল স্টেশন কর্মকর্তা রূপন চন্দ্র শীল। তিনি জানান, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।