Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ০৮ কার্তিক ১৪২৬, ২৪ সফর ১৪৪১ হিজরী

সাভারে ধর্ষণচেষ্টায় ভগ্নিপতি আটক

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১:৫০ পিএম

সাভারের কাতলাপুর এলাকায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন নামে একজনকে আটক করেছে পুলিশ। সম্পর্কে মিলন ওই কিশোরীর ভগ্নিপতি।
গতকাল সোমবার রাতে কাতলাপুর এলাকায় মিলনের শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। রাত প্রায় ৯টার দিকে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিষয়টি জানান।
মিলন (২২) কুড়িগ্রাম জেলার বাসিন্দা। সে সাভারের কাতলাপুরে একটি বাসার ভাড়াটিয়া।
পুলিশ জানায়, দুপুরে কাতলাপুর এলাকায় খালার বাড়িতে যায় ওই কিশোরী। তখন ওই বাড়িতে খালাতো বোনের স্বামী মিলন ছাড়া আর কেউ ছিল না। এই সুযোগে মিলন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে তার হাত-পা বেঁধে ফেলে। তখন পরিবারের লোকেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে জনতা মিলনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এসআই তরিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং মিলনকে আটক করে থানায় আনা হয়।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের চেষ্টা

২০ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন