মাগুরায় সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত আহত ২

মাগুরা- শ্রীপুর সড়কের কদমতলা নামক স্থানে মটর সাইকেল ও পিকআপ মুখোমুখী সংঘর্ষে এক মটর সাইকেল
নওগাঁর ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা এবং ৮২ বোতল ফেন্সিডিল সহ রুবেল হোসেন শাহ্ (২৭) এবং মিলন হোসেন শাহ্ (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক রুবেল হোসেন শাহ্ এবং মিলন হোসেন শাহ্ উভয়েই জেলার ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের মৃত নিয়ামত শাহের ছেলে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের মৃত নিয়ামত শাহের ছেলে রুবেল হোসেন শাহ্ এবং মিলন হোসেন শাহকে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা, ৮২ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট এবং ০৩ টি সীম কার্ড সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।