তিন কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান: সংসদে প্রধানমন্ত্রী

ইতোমধ্যে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্টাফ রিপোর্টার : চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির ভারপ্র্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে নিয়ে সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। ঘাড়ে ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন বিএনপির এই নেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।