Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাকস্বাধীনতা নিয়ে বিতর্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

জার্মানিতে গত রোববার (২৬ মে) ইউরোপীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ম্যার্কেলের দল সিডিইউর ভোট গতবারের চেয়ে সাত শতাংশ কমে গেছে। এছাড়া ফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে, দলটি তরুণদের ভোট হারিয়েছে এবং ভোট দেয়ার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটি উল্লেখযোগ্য ইস্যু ছিল।
নির্বাচনের ফল ঘোষণার পরদিন সোমবার ম্যার্কেলের উত্তরসূরি ও সিডিইউ-র বর্তমান প্রধান আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার নির্বাচনের আগে অনলাইনে মত প্রকাশের ক্ষেত্রে নীতিমালা করা যায় কিনা, তা নিয়ে বিতর্কের প্রস্তাব করেন। তার এই বক্তব্য বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেছেন অনেকে।
নির্বাচনের কয়েকদিন আগে ইউটিউবে প্রকাশ করা এক ভিডিওতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দলের সমালোচনা করেছিলেন রেৎসো নামের এক ইউটিউবার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ায় ম্যার্কেলের দল সিডিইউ ও জোটসঙ্গী এসপিডি দলের সমালোচনা করেন তিনি। ১৮ মে আপলোড করা ৫৫ মিনিটের ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। জার্মান ভাষার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় এক কোটি ৩৭ লাখ বার।
এদিকে, বুধবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ জার্মান ক্রাম্প-কারেনবাউয়ারকে চ্যান্সেলর পদের উপযুক্ত মনে করেন না। অবশ্য চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ দলের অন্যান্য সহকর্মীদের সমর্থন পাচ্ছেন ক্রাম্প-কারেনবাউয়ার। তিনি বলেন, ‘আমি সিডিইউতে যাদের চিনি তারা সবাই মৌলিক অধিকার হিসেবে বাকস্বাধীনতা সমর্থন করেন।’ সূত্র: ডয়েচ ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ